আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে এই আর্টিকেল টা সম্পূর্ণ পড়ে নেবেন, আজকে আপনাদের সঙ্গে share করব কিভাবে আপনি 5 টি উপায়ে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন .
ভূমিকা – দেখুন অনলাইন থেকে যেমন অনেক ইনকাম হয় তেমন অনেক ধৈর্য এবং স্কিল এর প্রয়োজন হয়, আপনারা নিশ্চয়ই ইউটিউবে অনেক সার্চ করেছেন যে কিভাবে অনলাইন থেকে ইনকাম করবেন কিন্তু বেশিরভাগ ভিডিও তে হয় বলা আছে ভিডিও দেখে ইনকাম হবে বা শুধু কপি পেষ্ট করে ইনকাম করবেন, কিন্তু একটা কথা মনে রাখবেন সবসময় অনলাইন থেকে ইনকাম যদি এতটাই সহজ হতো তাহলে সবাই ভালো ইনকাম করত, তারা কেউ বা আপনি আমি কেউই সার্চ করতাম না যে কিভাবে অনলাইন থেকে ইনকাম হবে

তাই মনে রাখবেন আজকের দুনিয়াতে ইনকাম করতে গেলে আপনাকে স্কিল শিখতে হবে এবং ধৈর্য ধরে কাজ করতে হবে তবেই আপনি ভালোভাবে ইনকাম করতে পারবেন
এবার আমি আপনাদের সঙ্গে টোটাল 5 টি স্কিলস নিয়ে আলোচনা করব যেগুলি ভালোভাবে শিখলে ভবিষ্যতে আপনি ভালো আর্নিং করতে পারবেন
1. ওয়েবসাইট ডিজাইন
2. ফেসবুক মার্কেটিং
3. ইউটিউব মার্কেটিং
4. গুগল এডস
5. সোশ্যাল মিডিয়া মার্কেটিং
Website Design
আপনি যদি ওয়েবসাইট ডিজাইন শিখে ইনকাম করতে চান তাহলে কয়েকটি স্টেপ আপনাকে মনে রাখতে হবে। যেমন বর্তমানে ওয়ার্ডপ্রেস থেকে ওয়েবসাইট ডিজাইন সবথেকে বেশি পপুলার কিন্তু আপনি যদি সম্পূর্ণভাবে ওয়েবসাইট ডিজাইন শিখতে চান তাহলে আপনাকে প্রথমে শিখতে হবে এইচটিএমএল এবং সিএসএস সেই সঙ্গে শিখতে হবে জাভা স্ক্রিপ্ট ইউ আই ইউ এক্স ডিজাইন এসিও বেসিক
শেখার জন্য আপনি বিভিন্ন ইউটিউব চ্যানেল ইউজ করতে পারেন এবং কোন ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট থেকে ওয়েব ডিজাইনের কোর্স করতে পারেন। কোর্স টি করার পর আপনাকে তিন থেকে ছয় মাস নিজের জন্য কোন ওয়েবসাইট বানিয়ে সেটার উপর বিভিন্নভাবে এপ্লাই করতে হবে এরপরে আপনি লোকাল কোন ব্র্যান্ডের জন্য ওয়েবসাইট ডিজাইন করতে পারেন অথবা ফ্রিল্যান্সিং করতে পারেন এছাড়া ইউটিউব অথবা ফেসবুকে আপনার পেজ বানিয়ে সেখানে আপনার স্কিল শেয়ার করতে পারেন। এবং একটি কোর্স বানাতে পারেন
Facebook Ads
দ্বিতীয়ত আমরা আলোচনা করব ফেসবুক এড নিয়ে lযদি আপনি আপনার নিজস্ব ব্যবসা বাড়াতে চান অথবা অন্য কারোর ব্যবসা বাড়াতে সাহায্য করেন অথবা freelancing করতে চান, বাড়ি থেকে বসে ইনকাম করতে চান তাহলে ফেসবুক এড আপনার জন্য একটি বেস্ট উপায় হবে, কারণ হলো বর্তমানে সবাই ফেসবুকে অ্যাড এর মাধ্যমে তাদের ব্যবসা অনলাইন মাধ্যমে আনছে l

যদি আপনি কোন সার্ভিস প্রোভাইড করে থাকেন তাহলে ফেসবুক এড হল আপনার জন্য বেস্ট l সেইজন্য আপনাকে ফেসবুক এড ভালোভাবে শিখতে হবে l বাংলাতে অনেক ইউটিউব চ্যানেলে এই ফেসবুক অ্যাড এর উপর অনেক ভালো ভিডিও পেয়ে যাবেন সেগুলো দেখে আপনি শিখে নিতে পারেন অথবা আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 6289694794 .
ফেসবুক এড শেখার জন্য আপনাকে খুব একটা বেশি সময় দিতে হবে না আপনি এক থেকে দু মাসের মধ্যে ভালোভাবে ফেসবুক এড শিখে যাবেন এবং তারপর আপনি নিজের কোন ব্যবসা অথবা সার্ভিসের জন্য এপ্লাই করবেন এতে আপনার এক্সপেরিয়েন্স বাড়বে, সেই সঙ্গে কাজ পাওয়ার সুযোগ থাকবে। অনলাইন থেকে ইনকামের এটিও হলো একটি ভালো মাধ্যম।
You Tube Marketing
তৃতীয়ত আমরা আলোচনা করব ইউটিউব মার্কেটিং নিয়ে, ২০২০ সালের পর থেকে ইউটিউব মার্কেটিং বিশাল পরিমাণে গ্রোথ করেছে। এর কারণ হলো লকডাউনের সময় সবাই বাড়িতে ছিল এবং সেই সময় তারা নিজেদের যে ক্রিয়েটিভিটি সেটা দেখানোর জন্য ইউটিউব কে বেছে নিয়েছিল এবং ওই সময় বেশিরভাগ মানুষ জেনে গেছিল যে ইউটিউব থেকে একটা ভালো পরিমাণ ইনকাম করা যায়। যার কারণে আজকের আমরা যদি দেখি অনেক চ্যানেল আছে যারা এই চার বছর কাজ করে তারা সাকসেস হয়েছে,
ইউটিউব হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার নিজস্ব পছন্দের কনটেন্ট নিয়ে কাজ করতে পারবেন এবং এখানে কোন ইনভেস্ট করতে হবে না l তবে আপনাকে ভালো কনটেন্ট সবসময় আপলোড করতে হবে এবং আপনার যারা অডিয়েন্স তাদের সঙ্গে এনগেজমেন্ট থাকতে হবে l

এছাড়া আপনি আপনার ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল হ্যান্ডেল করতে পারবেন অথবা সেই চ্যানেলের ম্যানেজার হিসেবে কাজ করতে পারবেন এবং এই ম্যানেজার হিসেবে কাজ করলে আপনি মোটা টাকা তার কাছ থেকে দাবি করতে পারেন। আপনাকে প্রথমে যেটা করতে হবে ভালোভাবে ইউটিউব মার্কেটিং শিখতে হবে এবং নিজের চ্যানেলে অ্যাপ্লাই করতে হবে তবেই আপনি অন্য কারোর কাজ ভালোভাবে করতে পারবেন,
যদি নিজের চ্যানেলে কাজ করেন তাহলে 6 থেকে 7 মাস পরে আপনার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে এবং প্রথমে ১০ থেকে ১২ হাজার টাকা ইনকাম করতে পারবেন পরবর্তীকালে সেটা বেড়ে যাবে। এছাড়া You Tube চ্যানেল ওপেন করলে আরও তিন-চার রকম ভাবে ইনকাম করতে পারবেন যেমন স্পন্সরশিপ, এফিলেট মার্কেটিং, নিজের কোন কোর্স সেল করা, নিজের কোন সার্ভিস সেল করা এগুলোর মাধ্যমে আপনি ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন।
Google Ads
চতুর্থত আমরা আলোচনা করব গুগল এডস নিয়ে একচুয়ালি গুগল অ্যাপস ফেসবুক অ্যাপস এর মত কিছুটা তবে দুটোর মধ্যে অনেক ডিফারেন্ট আছে। গুগল অ্যাডসের মাধ্যমে আপনি আপনার নিজস্ব ওয়েবসাইটে ট্রাফিক আনতে পারবেন অথবা নিজের ব্লগিং সাইডে ট্রাফিক আনতে পারবেন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন আপনি ইউটিউবে অ্যাড রান করতে পারবেন, সারা বিশ্বে গুগল অ্যাডস এর ভীষণ পপুলারিটি রয়েছে। এবং আপনি এই গুগল এডস শিখতে পারবেন

WScube Tech youtube চ্যানেল থেকে এবং google এডস শেখার জন্য আপনি দু থেকে তিন মাস সময় দেবেন তারপরে ভালোভাবে কাজ শিখে যাবেন। আপনি গুগল এডস এর মাধ্যমে অ্যাড রান করা শিখে বাড়িতে বসে ফ্রিল্যান্সিং করতে পারবেন। অথবা অন্য কারোর ওয়েবসাইটের ট্রাফিক আনতে পারবেন এবং ভালো আর্নিং করতে পারবেন
Social Media Marketing
পাঁচ নম্বর তথা লাস্ট যে বিষয় নিয়ে কথা বলব সেটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে ইউটিউব ,ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো চলে আসে l আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়াটার হতে চান তাহলে সোশ্যাল মিডিয়া আপনি ব্যবহার করতে পারেন এবং আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর কাজ শিখে যান তাহলে আপনি অন্যান্য ক্লায়েন্টের কাজও বাড়িতে থেকে বসে করে দিতে পারবেন এবং ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার জন্য আপনাকে যে বিষয়গুলো শিখতে হবে সেগুলো হলো ক্যানভাতে ভালো ডিজাইন করা, ভালো কনটেন্ট পাবলিশ করা, ভালো এডিটিং করা l

সবশেষে আপনাদেরকে যেটা জানাবো সেটা হল আপনি এই পাঁচটির মধ্যে যে কোন একটি বিষয়ের উপর ভালো স্কিল ডেভেলপমেন্ট করুন l সেটা সময় নিতে পারে দুই থেকে ছয় মাস পর্যন্ত এবং ভালোভাবে স্কিল ডেভেলপমেন্ট করার পর আপনি নিজের উপর এপ্লাই করবেন নিজে ভাল কাজ করবেন তারপরে আপনি ক্লায়েন্ট খুঁজবেন যেমন Fiverr.com থেকে upwork.com থেকে এছাড়া লোকাল ক্লাইন্ট আপনি অনেক পেয়ে যাবেন যদি আপনি ভালোভাবে কাজ করতে পারেন
Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
Commenter avatars come from Gravatar.